প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে নোয়াখালী তথা দেশের মধ্যে চৌমুহনী একটি প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। চর্তুমুখি যোগাযোগ সুবিধা থাকায় এটি একটি ব্যস্ততম ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে। পাইকারী মালামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সহজ লভ্যতার জন্য চৌমুহনী বিখ্যাত। এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সকল ব্যাংকের ৩৪টি শাখা রয়েছে। মান সম্মত খাবারের জন্য রয়েছে নামকরা ০৩টি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট। প্রথম ও দ্বিতীয় মানের ০২টি আবাসিক হোটেল ব্যবস্থা রয়েছে। দেশেরে অন্যতম ডেল্টা জুট মিল এখানে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস