“উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫” . আগামী 08/09/2015 খ্রিঃ হতে 09/09/2015 খ্রিঃ পর্যন্ত বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক দুই দিন ব্যপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আগামীকাল মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে শুভ উদ্বোধন করবেন অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সৈয়দা নাহিদা হবিবা মহোদয়। ইন্টারনেট মেলার মাধ্যমে এককোটি মানুষের কাছে ইন্টারনেট পৌছে দেওয়া এবং আগামী এক বছরের মধ্যে ১ কোটি ৫০ লাখ নতুন ইউজার সৃষ্টি করার জন্য ইন্টারনেট সম্পর্কে জনগণকে সার্বিক ধারণা দেয়াই হচ্ছে এ মেলার লক্ষ্য উদ্দেশ্য। উক্ত মেলায় বেগমগঞ্জ উপজেলার সর্বসাধাররেন অংশগ্রহন কামনা করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS