Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বেগমগঞ্জ

 

১৯৮২ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার জনবহুল বেগমগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। এ থানার নামকরণউৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট কিছুজানা যায়নি। এটা জানা গিয়েছে যে, মোঘলদের রাজত্বকালে তৎকালীন বাংলার সুবেদার শায়েস্তা খান তাঁর স্ত্রীকে নিয়ে এ এলাকা পরিদর্শনে আসেন।তাঁর পরিদর্শনের পর হতে এ এলাকা বেগমগঞ্জ নামে পরিচিতিলাভ করে। ১৯৮১ সালের আদমশুমারীর তথ্য অনুসারে বাংলাদেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বেগমগঞ্জ থানা সর্ববৃহত্তম হিসেবেচিহ্নিত হয়েছে। ১৯৯১ সালের আদমশুমারী পর্যন্ত এ অবস্থা বিদ্যমান ছিল।

এক নজরে উপজেলা

আয়তন

:

২৩৭.৮২বঃকিঃমিঃ

স্বাস্থ্যকেন্দ্র

:

০২টি

জনসংখ্যা

:

৪৭৬৩২৪

পোস্ট অফিস

:

০২টি(প্রধানঅফিস)১৬টি(শাখা অফিস)

ঘনত্ব

:

১৮০১ প্রতি বঃকিঃমিঃ

শিক্ষা প্রতিষ্ঠান

:

 

নির্বাচনীএলাকা

:

নোয়াখালী৩,বেগমগঞ্জ

মহাবিদ্যালয়

:

০৩টি

ইউনিয়ন

:

১৬ টি

উচ্চবিদ্যালয়

:

৪২টি

পৌরসভা

:

০১টি

প্রাথমিক বিদ্যালয়

:

২৬২টি

গ্রাম

:

২০৩টি

মাদরাসা

:

৩২টি

মৌজা

:

১৯৭ টি

নদ-নদী

:

নাই

রাস্তা

 

 

হাট বাজার

:

৩১টি

কাঁচা

:

৯৮৭কিঃমিঃ,

স্টেডিয়াম

:

০১টি

পাকা

:

১৬১কিঃমিঃ,

চিংড়িহ্যাচারী

:

০১টি

আধাপাকা

:

২৩কিঃমিঃ

ব্যাংক

:

৩৬টি

জমিরপরিমাণ

 

 

মসজিদ

:

১১০৩

কৃষি

:

৪১৮৯৯,

মন্দির

:

৩৪২

অকৃষি

:

১৬৮৬৮

মুক্তিযোদ্ধারসংখ্যা

:

১৩৬০জন

সরকারীহাসপাতাল

:

০১টি (১০শয্যা বিশিষ্ট)

শিক্ষারহার

:

৫৫.৪৪%

উল্লেখযোগ্য স্থান/স্থাপনা-

●বেগমগঞ্জ কালচারাল একাডেমী এন্ড লাইব্রেরী, চৌরাস্তা

●বীরশ্রেষ্ট রুহুল আমিন স্মৃতিসৌধ, চৌরাস্তা

●কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট

●বিসিক শিল্প নগরী

●বেগমগঞ্জ দিঘী

●ডেল্টা জুট মিলস, চৌমুহনী

●পাবলিক হল, চৌমুহনী

●রেলওয়ে স্টেশান, চৌমুহনী

উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ

●লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)

●এডিবি প্রকল্প

প্রকল্প অর্থায়নে- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

●ইউনিয়ন বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্প

●টি আর প্রকল্পপ্রকল্প

●কাবিখা প্রকল্প

●কাবিটা প্রকল্প

●১০০ দিনের কর্মসৃজন প্রকল্প

প্রকল্পের বাজেট- প্রকল্প ব্যয় অনুযায়ী হয়ে থাকে।

প্রকল্প কার্যক্রমের এলাকা-ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে।

প্রকল্প শুরু হওয়ার তারিখ-প্রতি অর্থ বছরের শুরুতেই গ্রহণ করা হয় থাকে।

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার তারিখ-প্রতি অর্থবছরের ৩০শে জুন এর মধ্যে।

প্রকল্পের উপকারভোগীর সংখ্যা-৯৫.৮৮%।

অর্থায়নে-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রণালয়

উপজেলা গেস্ট হাউজ -জেলা পরিষদ গেস্ট হাউজ,চৌরাস্তা

আবাসন সুবিধা- ভি আই পি রুম-০১টি, সাধারণ রুম-০১টি।ভি আই পি রুম ১টি, সিট ০১টি-ভাড়া ৫০/-,সাধারণ রুম ১টি-২সিট, সিট ভাড়া ২৫/- অন্যান্য সুবিধা- স্বল্প মূল্য, মনোরম পরিবেশ, উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত, বাস ও রেল পথে যোগাযোগ সুবিধা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কার্যক্রম ও সার্ভিস চার্টার

● বিভাগীয়/জেলা পর্যায়ের বিভিন্ন সভা সংক্রান্ত

●উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সভা সংক্রান্ত

●প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত

●ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত

● উপজেলা পরিষদ সংক্রান্ত

●যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত

● সংস্থাপন সংক্রান্ত

● স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত

● জেলা পরিষদ,নোয়াখালী

● অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত

● মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত

● আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত

● স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত

● নির্বাচন কমিশন সচিবালয় সংক্রান্ত

● জাতীয় বিশ্ব বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, মাদরাসা শিক্ষা, কারিগরি শিক্ষা, বিভিন্ন বৃত্তি পরিক্ষা সংক্রান্ত।

● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত

● স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত

● কৃষি,খাদ্য, মৎস ও পশু সম্পদ, বাণিজ্য মন্ত্রাণলয় সংক্রান্ত

● ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত

● সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত

● প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত

●বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত

● বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত

●ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত

●মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত

● বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত

● বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, ভিআইপি/ভিভি আইপি প্রটোকল সংক্রান্ত, প্রশাসনিক পাক্ষিক গোপনীয় প্রতিবেদন

●বিবিধ